বিশ্বব্যাংকের কান ধরে উঠবস করা উচিত:মতিয়া
কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, কানাডার আদালতে দুর্নীতি হয়নি প্রমাণ হওয়ায় পদ্মা সেতু নিয়ে অভিযোগ করায় বিশ্বব্যাংকের কান ধরে উঠবস করা উচিত
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আ.লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় মঙ্গলবার দুপুরে তিনি এ কথা বলেন।
জেলহত্যা দিবস উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়াদর্ী উদ্যানে ২ নভেম্বর আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চেৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সহসভাপতি মুকুল চৌধুরী প্রমুখ।
তিনি বলেন, এটা পরিস্কার বিদেশীদের হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে।বিএনপি-জামায়াত ধর্মকে ব্যবহার করে মানুষ খুন করে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী বলেন, আবারো আগুন নিয়ে নামছেন। কারা এসব (বিদেশীদের হত্যা) হত্যাকাণ্ড করছে এটা পরিস্কার।
কষি মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বলেছিল পদ্মাসেতুতে দুর্নীতি হয়েছে। কানাডার কোর্টে প্রমাণ হয়েছে দুর্নীতি হয়নি। এরপর বিশ্বব্যাংকের কান ধইরা উঠবস করা উচিত। শুধু তাঁরা না, যারা বলছে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, তাদের সবাইকে কানধরে উঠবস করা উচিত।