বিশ্বজুড়ে ২০,০০০ কর্মী ছাঁটাই করবে ‘এইচএসবিসি’

09/06/2015 3:48 pmViews: 6

বিশ্বজুড়ে ২০,০০০ কর্মী ছাঁটাই করবে ‘এইচএসবিসি’

 

ইউরোপের সর্ববৃহৎ ব্যাংক ‘এইচএসবিসি’ বিশ্বজুড়ে ২০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। ব্যয় সঙ্কোচন এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজীকরণ করার অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে ব্যাংকটি। বিশ্বজুড়ে এইচএসবিসিতে কর্মরত রয়েছেন ২ লাখ ৬৬ হাজার জন। এর মধ্যে রয়েছে বাংলাদেশও। বিশ্বজুড়ে মোট ছাঁটাইয়ের শিকার হবেন ৭ শতাংশ কর্মী। শুধু বৃটেনেই প্রায় ৮,০০০ কর্মী চাকরিচ্যুত হবেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তুরস্ক ও ব্রাজিলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলবে ব্যাংকটি। বিক্রি করে দেয়া হবে প্রতিষ্ঠানগুলো। বৃটেনের বাইরে এইচএসবিসি’র সদরদপ্তর স্থানান্তর করা হবে কিনা, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। এ বছরের শেষদিকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হবেন ব্যাংকটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

Leave a Reply