বিশ্বজুড়ে ২০,০০০ কর্মী ছাঁটাই করবে ‘এইচএসবিসি’
বিশ্বজুড়ে ২০,০০০ কর্মী ছাঁটাই করবে ‘এইচএসবিসি’
ইউরোপের সর্ববৃহৎ ব্যাংক ‘এইচএসবিসি’ বিশ্বজুড়ে ২০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। ব্যয় সঙ্কোচন এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজীকরণ করার অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে ব্যাংকটি। বিশ্বজুড়ে এইচএসবিসিতে কর্মরত রয়েছেন ২ লাখ ৬৬ হাজার জন। এর মধ্যে রয়েছে বাংলাদেশও। বিশ্বজুড়ে মোট ছাঁটাইয়ের শিকার হবেন ৭ শতাংশ কর্মী। শুধু বৃটেনেই প্রায় ৮,০০০ কর্মী চাকরিচ্যুত হবেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তুরস্ক ও ব্রাজিলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলবে ব্যাংকটি। বিক্রি করে দেয়া হবে প্রতিষ্ঠানগুলো। বৃটেনের বাইরে এইচএসবিসি’র সদরদপ্তর স্থানান্তর করা হবে কিনা, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। এ বছরের শেষদিকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হবেন ব্যাংকটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।