বিশ্বজুড়ে বিরোধিতার পরেও নিষেধাজ্ঞার পক্ষে ট্রাম্পের জোরালো অবস্থান
দেশ ও বিশ্বজুড়ে সমালোচিত, আদালতে বাতিল হওয়ার পরে শরণার্থীদের উপর নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ বহাল রাখার বিষয়ে জোরালো অবস্থান গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার চিফ অব স্টাফ রায়ান্স প্রিবাস জানিয়েছে, ওই নির্বাহী আদেশের ফলে ভ্রমণরত ৩ লক্ষ ২৫ হাজার মানুষের মধ্যে ১০৯ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার স্বাক্ষরিত ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ ব্যবস্থা ১২০ দিনের জন্য স্থগিত করা হয়, সিরীয় শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে এবং সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সব ধরণের নাগরিকের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার একটি টুইটে এই ব্যবস্থার সমর্থন করে ট্রাম্প বলেন আমাদের এখনই ইমিগ্রেশন প্রক্রিয়ায় কঠোর যাচাই-বাছাই চালু (এক্সট্রিম ভেটিং) করা প্রয়োজন।
তার এই পদক্ষেপের কড়া সমালোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ১৬টি রাজ্যের আইনমন্ত্রী এটিকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে, একটি ফেডারেল কোর্ট ভিসা হোল্ডারদের ফেরত পাঠানোর নির্দেশ স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রজুড়ে এই ব্যবস্থার সমালোচনা হচ্ছে, মানুষ রাস্তায় নেমে এসেছে এর প্রতিবাদে। মানবাধিকার সংস্থাগুলো আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। বিবিসি।