বিশ্বকাপে সবার ওপরে আফ্রিদি

23/03/2016 3:42 pmViews: 6

বিশ্বকাপে সবার ওপরে আফ্রিদি

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি বিদায়ের সময় ঘনিয়ে এসেছে শহিদ আফ্রিদির। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ হতে পারে। বিষয়টি নিয়ে নিজেই মন্তব্য করেছেন পাকিস্তানের এ অলরাউন্ডার। বেশ আগেই তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই তার ক্যারিয়ার শেষ হতে পারে। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার কয়েকদিন আগে নিজের এ সিদ্ধান্ত পূনর্বিবেচনার ইঙ্গিত দেন। পরিবার ও বন্ধুদের চাপে খেলা চালিয়ে নেয়ার ইচ্ছার কথা জানান। তবে সেটা হয়তো সম্ভব হচ্ছে না। বিশেষকরে কলকাতায় ভারতের কাছে হেরে তোপের মুখে তিনি। তাই মঙ্গলবার জানালেন, অস্ট্রেলিয়ার বিপক্ষেই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে পারে। তবে বিদায়ের আগে আরও একটি দারুণ রেকর্ড গড়লেন আফ্রিদি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগ থেকেই সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। এ পর্যন্ত ৯৭ ম্যাচে ২৪.০৭ গড়ে নিয়েছেন সর্বোচ্চ ৯৭ উইকেট। প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরির পথে তিনি। ৮৫ উইকেট নিয়ে তার পরেই আছেন আরেক পাকিস্তানী বোলার উমর গুল। আন্তর্জাতিক টি-টোয়েন্টির পর এ সংক্ষিপ্ত ফরমেটের বিশ্বকাপেও সবাই ছাড়িয়ে গেলেন আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ৩৯ উইকেটের মালিক তিনি। এতদিন ৩৮ উইকেট নিয়ে সবার ওপরে ছিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। কিন্তু মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রানে ২ উইকেট নিলেন শহিদ আফ্রিদি। এতে মালিঙ্গাকে টপকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট এখন এই পাকিস্তানি অলরাউন্ডারের। ৩৩ ম্যাচে ২২.৫৩ গড়ে ১৩১ ওভার বল করে তিনি এই উইকেট নিয়েছেন।

Leave a Reply