বিশ্বকাপে বসনিয়া

16/10/2013 5:59 pmViews: 15

bosniyaডেস্ক : লিথুনিয়াকে হারিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো বসনিয়া-হার্জিগোভিনা।

মঙ্গলবার রাতে লিথুনিয়াকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৪ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো দেশটি।

শুধু তাই নয়, এই জয়ের ফলে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ‘জি’ গ্রুপের শীর্ষস্থানও ধরে রেখেছে দেশটি। সাবেক ইউরো চ্যাম্পিয়ন গ্রিসের পয়েন্ট সমান ২৫ হলেও গোল পার্থক্যে বসনিয়া এগিয়ে। তাই এই গ্রুপের রানার্সআপ গ্রিসকে বিশ্বকাপের টিকিট কাটতে হলে অবশ্যই প্লে-অফ খেলতে হবে।

খেলার শুরু থেকেই বসনিয়ার খেলোয়াররা বেশ কয়েকটি আক্রমণ সানায়। তবে সেগুলো আলোর মুখ না দেখলে খানিকটা চিন্তার রেখা পড়ে বসনিয়ান ফুটবলারদের কপালে। অবশেষে খেলার ৬৮ মিনিটে ভেদাদ ইবসেভিচ গোল করে আনন্দে ভাসান অতিথিদের।

খেলার শেষ কয়েক মিনিটে লিথুনিয়ার খেলোয়াররা বেশ কয়েকটি আক্রমণ করলেও দক্ষ হাতে গোলপোস্ট সামাল দেন আসমির বেগভিচ। অবশেষে বিশ্বকাপ নিশ্তি হওয়ার পর আনন্দে ফেটে পড়ে বসনিয়ার খেলোয়াড়রা।

অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় বসনিয়ার রাজধানী সারায়েভোসহ বিভিন্ন শহরে চলছে আনন্দের বন্যা। মানুষ রাস্তায় নেমে উল্লাস করেছে এবং আতশবাজি পুড়িয়ে আনন্দ প্রকাশ করেছে।

Leave a Reply