বিশেষ সহকারীর পদ থেকে হানিফকে অব্যাহতি

27/10/2013 1:42 pmViews: 10

hanif1প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার এ বিষয়ে এক আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই সংক্রান্ত একটি ফাইল আমার কাছে আসার কথা রয়েছে। তবে ফাইলটি এখনো হাতে পাইনি। আর একটু সময় লাগবে।

এ ব্যাপারে মাহবুব উল আলম হানিফ জানান, আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ লাভজনক হওয়ায় আমি নিজেই পদত্যাগের জন্য আবেদন করেছিলাম। সেই হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply