বিশেষ শর্তে পাকিস্তানের হয়ে খেলতে চান আমির

19/01/2021 11:37 amViews: 4

বিশেষ শর্তে পাকিস্তানের হয়ে খেলতে চান আমির

বিশেষ শর্তে পাকিস্তানের হয়ে খেলতে চান আমির

কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া মোহাম্মদ আমির আবারও পাকিস্তান জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। বাঁ-হাতি এই পেসার মাঠে ফেরার আগে জুড়ে দিয়েছেন শর্ত। পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান ম্যানেজমেন্টের অপসারণ চেয়েছেন তিনি।

বেশ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল, পাকিস্তানের জার্সিতে আবার দেখা যেতে পারে আমিরকে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ভেসে বেড়াচ্ছিল।

অবশেষে নিজেই টুইট করেছেন। ২৮ বছর বয়সী এই বোলার বলছেন, ‘আমি পরিষ্কার জানাচ্ছি, পাকিস্তানের হয়ে অবশ্যই আমি খেলতে রাজি আছি। তবে বর্তমান ম্যানেজমেন্ট গেলেই আমি ফিরব। তাই শুধু গুজব ছড়ানোর জন্য ভুয়া সংবাদ বিক্রি করা বন্ধ করুন।’

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আমির। তিন সংস্করণে যথাক্রমে ১১৯, ৮১ ও ৫৯টি উইকেট নিয়েছেন তিনি।

মিসবাহ উল হক নেতৃত্বাধীন ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি।

Leave a Reply