বিশেষ আদালতে খালেদা জিয়া

03/08/2015 11:03 amViews: 9
বিশেষ আদালতে খালেদা জিয়া

 ০৩ আগস্ট, ২০১৫

ফাইল ফটো

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে ঢাকার বকশিবাজারের বিশেষ আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন। এরপর ১০টা ২৯ মিনিটে তিনি আদালত চত্বরে পৌঁছান।

ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে খালেদার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় বাদীর অসমাপ্ত জেরা এবং জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ রয়েছে আজ।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এদিকে খালেদা জিযার আদালতে হাজিরা উপলক্ষ্যে বকশিবাজার বিশেস আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সর্বশেষ গত ২৩ জুলাই এ দুটি মামলায় আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। এদিন খালেদার উপস্থিতিতে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন। আজও তাকে জেরার কথা রয়েছে।

অন্যদিকে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর জবানবন্দি বাতিল করে নতুন করে সাক্ষ্যগ্রহণের জন্য উচ্চ আদালতে যান খালেদা। কিন্তু গত ৬ জুলাই হাই কোর্টের একটি বেঞ্চ তা খারিজ করে দেয়।

ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে জানিয়ে খন্দকার মাহবুব হোসেন মামলার আগের তারিখে জজ আদালতে সময়ের আবেদন করেছিলেন।

পরে বিচারক আবু আহমেদ জমাদার বিষয়টি নথিভুক্ত করে ৩ অগাস্ট শুনানির পরবর্তী দিন ঠিক করে দেন।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া এতিমখানা  ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলা দুটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলা দুটিতে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এতিমখানা ট্রাস্ট মামলায় এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ৭১ লাখ ৬৭১ টাকা আত্মসাৎ এবং দাতব্য ট্রাস্ট মামলায় অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ করেছে দুদক।

Leave a Reply