বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি কমানোর আহ্বান রাষ্ট্রপতির

23/08/2016 6:59 pmViews: 7
বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি কমানোর আহ্বান রাষ্ট্রপতিরবিশেষজ্ঞ চিকিৎসকদের ফি কম নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, অনেক বিশেষজ্ঞ চিকিৎসকগণ যে পরিমাণ চার্জ আদায় করে থাকেন তা দেয়া সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। তাই আপনাদের চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে।
মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ কমিউনিটি অফথ্যালমোলজিক্যাল সোসাইটির ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলনে এ সব কথা বলেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে চিকিৎসা সেবা গ্রহণকারীদের অনেকেরই সামর্থ্য কম। অনেক সময় তারা খরচের ভয়ে চিকিৎসা সেবা নিতে আসেন না। তাদের জন্য প্রয়োজন কম খরচে চিকিৎসা। এ সময় রাষ্ট্রপতি চিকিৎসকদের উদ্দেশে বলেন, অহেতুক পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীরা যাতে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
চিকিসৎকদের তাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে আবদুল হামিদ বলেন, আপনারা আজকে যে অবস্থানে আছেন, সেখানে পৌঁছাতে সাধারণ মানুষের অবদানও কিন্তু কম নয়। কারণ তাদের ট্যাক্সের টাকা দিয়েই মেডিকেল কলেজের খরচ জোগানো হয়।

– See more at: http://www.manobkantha.com/2016/08/23/151078.php#sthash.Z0qMlwE2.dpuf

Leave a Reply