বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-২ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম এবং সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আঞ্জুমান মিতা। এতে সভাপতিত্ব করেন আনসার-ভিডিপির মহাপরিচালক একেএম সাজমুল হাসান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় অবাধ বিচরণের বিষয়ে সরকার নজর রাখছে। সীমান্তে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠক হচ্ছে। এছাড়া বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে যৌথভাবে কাজ করে যাচ্ছে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ সন্ত্রাস ও জনগণের জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। বিএনপি বা জামায়াত-শিবির বলে কথা নেই।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে চলতি বছরের ১৮ মে রাজশাহীর এই বাঘা উপজেলা পরিষদ চত্বরে ১ হাজার ২০০ বর্গফুট আয়তনের উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের দ্বিতল ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৮০ লাখ ৭০ হাজার ১৬৫ টাকা।