বিল গেটসের পরামর্শ

06/06/2015 6:28 pmViews: 8

বিল গেটসের পরামর্শ

বিল গেটসবিল গেটস, স্টিভ জবস কিংবা মার্ক জাকারবার্গ শিক্ষাজীবন শেষ না করেই পেয়ে গেছেন সাফল্য। তাই সংশয়বাদীরা অনেকেই মনে করেন, সাফল্য পেতে গেলে প্রাতিষ্ঠানিক শিক্ষার খুব বেশি দরকার নেই। কিন্তু মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বললেন ভিন্ন কথা। এক ব্লগ পোস্টে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তার পক্ষে লিখেছেন।
গেটস লিখেছেন, ‘যদিও আমি কলেজ থেকে ঝরে পড়াদের একজন, তবুও আমি ভাগ্যবান যে সফটওয়্যার তৈরি করে ভাগ্য গড়তে পেরেছি। কিন্তু সাফল্য পাওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিশ্চিত একটি পথ।’ এক খবরে এমনটিই জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
গেটস আরও লিখেছেন, ‘যাঁরা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন তাঁরা একটি ভালো চাকরি পান, ভালো আয় করেন। ডিগ্রিবিহীন বেকার জীবনের চেয়ে তাঁদের জীবনযাত্রা অনেক উন্নত হয়।’

Leave a Reply