বিরামহীন মিম

05/03/2016 11:40 amViews: 59

বিরামহীন মিম

 

২০০৭ সাল থেকে ২০১৬। এ সময়ের মধ্যে চ্যানেল আই লাক্স সুপারস্টার হওয়ার পাশাপাশি বিজ্ঞাপনচিত্র, ছোট পর্দা, বড় পর্দায় কাজ করে সফলতাও পেয়েছেন তিনি। সম্প্রতি ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী মুখ নির্বাচিত হয়েছেন মিম। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার নায়কের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনের তিন নম্বর ছবি ছিল ‘জোনাকীর আলো’। আর এতে কাজ করেই সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিম। এর মাধ্যমে মিম ধারাবাহিক সফলতা অব্যাহত রাখলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তির খবর জানার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, মনে হচ্ছিল- লাক্স সুপারস্টার হওয়ার পর মনে যে অনুভূতি বা আনন্দটা কাজ করেছিল সেই খুশির মুহূর্ত আবারও দীর্ঘ সময় পর ফিরে এলো। ‘জোনাকীর আলো’ ছবির জন্য আমার এই প্রাপ্তি। সেরা অভিনেত্রী হিসেবে এ অর্জনের খবরটা সত্যিই সুখের। আর এ সুসংবাদটি আসার পর বন্ধু-বান্ধবের পাশাপাশি মিডিয়াসংশ্লিষ্ট অনেকে আমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। এদিকে মিম কাজ নিয়ে বিরামহীন ছুটে চলেছেন। তিনি এখন সিলেটে অবস্থান করছেন। সেখানে  তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ ছবির শুটিং করছেন। এ ছবিতে তার চরিত্রের নাম সোহানা। আর তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি। ছবিটি নিয়ে মিম বলেন, ছোটবেলা থেকে ছবি আঁকার একটা অভ্যাস ছিল আমার। এতদিন পর এসে এমন একটি চরিত্রে আমাকে দেখবেন দর্শক। এ ছবিতে একজন চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করেছি। কাজটা বেশ ভালোই উপভোগ করছি। এ ছবির জন্য টানা এখানেই থাকতে হচ্ছে। তবে ৯ই মার্চ ঢাকা ফেরার কথা রয়েছে। এ ছবির কাজ শেষে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে দেখা যাবে তাকে। ১৫ই মার্চ রাজধানীর কোক স্টুডিওতে এর দৃশ্য ধারণের কাজ শুরু হবে। ডেকো কোম্পানির একটি বিস্কুটের বিজ্ঞাপনচিত্রে কাজ করবেন তিনি। এটি নির্মাণ করবেন মেহেদী হাসিব। এদিকে সবশেষ ভালোবাসা দিবস উপলক্ষে মিম অভিনীত ‘সুইটহার্ট’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন রিয়াজ ও বাপ্পি। এ ছবির আগে আরেকটা নাটকে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে অভিনয় করেছিলেন মিম। নাটকের নাম ‘রহস্য’। পরিচালক হুমায়ূন আহমেদ। এ নাটকে মিমের  কোনো সংলাপ ছিল না। কিন্তু নাটকের গল্প ছিল মিমকে ঘিরেই। তবে ‘সুইটহার্ট’ ছবিতে দর্শক ভিন্ন এক মিমকে খুঁজে পেয়েছেন। অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছেন তিনি। এ ছবির বাইরে মিম গত বছর ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহমের সঙ্গেও অভিনয় করেন। ঢাকাসহ সারা দেশে মুক্তি পায় মিম ও সোহম অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’। বাংলাদেশ ও কলকাতায় একসঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিছু জটিলতার কারণে বাংলাদেশের আগে কলকাতায় ছবিটি মুক্তি পায়। ভারতের দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ ও কিবরিয়া লিপু। এবার একই প্রযোজকের আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মিম। এ প্রসঙ্গে সবশেষে বিদ্যা সিনহা মিম বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই ভালো কাজের সঙ্গে থাকতে চেয়েছি। বেছে বেছে কাজ করেছি। এখনও সেভাবেই কাজটা করে যেতে চাই। জুন মাসে সোহমের সঙ্গে নতুন ছবির কাজ শুরু করার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আশা করছি এ ছবিটিও দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন।

Leave a Reply