বিরক্তিকর ভিডিও ঠেকাবে ক্রোম আপডেট
বিরক্তিকর ভিডিও ঠেকাবে ক্রোম আপডেট
ওয়েবপেইজ লোড হবার সময় স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাওয়া অডিও-ভিডিও ও বিজ্ঞাপনের কনটেন্ট বন্ধ রাখার ফিচার যোগ হচ্ছে ক্রোম ব্রাউজারের নতুন আপডেটে। এমনকি ব্যহারকারীরা চাইলে অপশন থেকে সব ফ্ল্যাশ কনটেন্ট বন্ধ করে শুধু পেইজের মাঝখানে থাকা ভিডিও দেখতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সব ধরণের ফ্ল্যাশ প্লেয়ারভিত্তিক বিজ্ঞাপন বন্ধ রাখার সুযোগ থাকবে নতুন আপডেটে।
আর ক্রোম যদি ভুলবশত কোনো ভিডিও ‘পজ’ করে দেয়, তাহলেও চিন্তার কিছু নেই। ব্যবহারকারীরা শুধু একটি ক্লিকের মাধ্যমেই সেটি পুনরায় চালু করে নিতে পারবেন।
ক্রোম ব্রাউজারের নতুন এই আপডেট এখন বেটা পর্যায়ে আছে বলে জানিয়েছে প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ওয়েব জায়ান্ট গুগল নির্মিত ক্রোম ব্রাউজার যথেষ্ট জনপ্রিয়। কিন্তু ব্রাউজারটির প্রধান সমস্যা হল, এটি চলার সময় প্রচুর পরিমাণ মেমোরি ব্যবহার করে থাকে এবং এর বিভিন্ন প্রকারের অপশনের কারণে ল্যাপটপের ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে দেয়।
নতুন আপডেটে স্বয়ংক্রিয়ভাবে ফ্ল্যাশ অ্যাড প্লে হবার অপশন বন্ধ থাকার বিষয়টি ল্যাপটপের ‘ব্যাটারি সেভিং’-এ সহায়তা করবে বলে জানিয়েছে ম্যাশএবল।