বিমা খাতে নৈতিকতার অভাব রয়েছে: অর্থমন্ত্রী
বিমা খাতে নৈতিকতার অভাব রয়েছে: অর্থমন্ত্রী
দেশের বিমা খাত অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠেছে এখানে নৈতিকতার বিষয়টি কম বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিমার টাকা সময়মতো গ্রাহককে বুঝিয়ে দেয়াটাই এখন এ খাতের জন্য বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি।
সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে প্রথম বারের মতো আয়োজিত বিমা মেলার উদ্বোধন করে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বলেন, বিমা নিষ্পত্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর গড়িমসি আছে। এতে মানুষের আস্থাটা কম। উন্নত দেশের মতো জীবন বিমা ছাড়াও স্বাস্থ্য, কৃষিসহ অন্যান্য বিমার দিকেও প্রতিষ্ঠানগুলোকে যেতে হবে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত বছর তিন হাজার কোটি টাকার বিমা নিষ্পত্তি করেছে বিমা প্রতিষ্ঠানগুলো।