বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার মার্শাল মাসিহুজ্জামান

05/06/2018 2:40 pmViews: 22
বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার মার্শাল মাসিহুজ্জামান
 
বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার মার্শাল মাসিহুজ্জামান
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য তাকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ আদেশ আগামী ১২ জুন বিকাল থেকে কার্যকর হবে।
আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, জিডি(পি)-কে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদান পূর্বক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।
বিমান বাহিনীর প্রধান পদে মাসিহুজ্জামান এয়ার চিফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হচ্ছেন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।

Leave a Reply