বিমান বহরে যুক্ত হলো রাঙা প্রভাত

27/03/2014 10:08 pmViews: 5

বিমান বহরে যুক্ত হলো রাঙা প্রভাত
ঢাকা : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো চতুর্থ বোয়িং ৭৭৭-৩০০ ইআর। বোয়িংটির নাম দেওয়া হয়েছে ‘রাঙা প্রভাত’।

গত ২৩ মার্চ ‘রাঙা প্রভাত’ ঢাকা পৌঁছে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উড়োজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, বাইরে থেকে কার্গো উড়োজাহাজ ভাড়া করে কাজ করা হয়। এতে লাভ করা সম্ভব নয়। তাই কার্গো উড়োজাহাজ কেনা দরকার। এতে আমদানি-রপ্তানিকারকরা উপকৃত হবে।

‘রাঙা প্রভাত’-কে নিয়ে বিমান বহরের নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল চার-এ। আগামী বছরের শেষের দিকে বিমানের বহরে যুক্ত হবে আরো দু’টি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ।

চুক্তির আওতায় চারটি সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর ছাড়া দু’টি ৭৩৭-৮০০ এবং চারটি বোয়িং ৭৮৭ ড্রীমলাইনার পর্যায়ক্রমে বিমান বহরে যুক্ত হবে। আগামী ২০১৭/১৯ সালে সর্বশেষ ড্রীম লাইনারটি বিমান বহরে যুক্ত হবে।

Leave a Reply