বিমানের এমডির পদত্যাগ
ঢাকা, ২৩ মার্চ : স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন স্টিল পদত্যাগ করেছেন। কেভিন চলে গেলেও বিমানের জন্য আরো একজন বিদেশী এমডি নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
রবিবার বিকালে কেভিন এই পদত্যাগের কথা স্বীকার করেছেন। বিমানের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) খান মোশাররফ হোসেনও এই তথ্য স্বীকার করেছেন। চলতি মাসে বিমানের সর্বশেষ বোর্ড মিটিংয়ে কেভিনের এই পদত্যাগপত্র গৃহিত হয় বলে জানা গেছে।
জানা গেছে কেভিন স্টিল যক্ষ্মা রোগে আক্রান্ত। যক্ষ্মা রোগের কারণেই তাকে সার্বক্ষনিক ডাক্তারের পরামর্শে থাকতে হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি এই রোগে ভুগছিলেন। সমপ্রতি তিনি স্ট্রোকও করেছিলেন। প্রায়শ কাজের ফঁকে ফাঁকে তিনি মাথা ঘুরে পড়ে যেতেন। এসব কারণে চিকিৎসক বিশ্রামে থাকতে বলেছেন তাকে। কিন্তু বিমানের এত প্রেশারের চাকরি করে তার পক্ষে বিশ্রাম নেওয়া সম্ভব হয়নি। তাই এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে কেভিন জানান।
বিমান বোর্ডের এক কর্মকর্তা জানান, কেভিন চলে গেলেও বিমানের জন্য আরো একজন বিদেশী এমডি নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য শিগগিরই আন্তর্জাতিক আরএফপি আহবান করা হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ মার্চ প্রথম বিদেশি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে বিমানে যোগ দেন কেভিন স্টিল। এরপর তিনি দুই বছরের মধ্যে বিমানকে তিনি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ঘোষণা দেন। দুই বছরের জন্য একটি শক্তিশালী মাস্টার প্ল্যানও তৈরী করেন। বিমানের অনলাইন টিকিট বিক্রি সহ প্রতিটি বিভাগে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। গত অর্থ বছরে তার নেতৃত্বে ৬০০ কোটি টাকার লোকসান কমে ১৯৮ কোটিতে নেমে আসে।