বিমানবন্দর থেকে ফিরে গেলেন নিজাম হাজারী

13/06/2014 7:46 amViews: 5

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নিজাম হাজারী
ঢাকা : ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত এসেছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি বিমানবন্দর থেকে ফিরে যান। তার সঙ্গে ফেনীর আরো দু’জন আওয়ামী লীগ নেতা ছিলেন। এই দু’জনের বিরুদ্ধে বিদেশ গমনের কোন নিষেধাজ্ঞা ছিল না। তবে, নিজাম উদ্দিন হাজারীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় তার সাথে অপর দুই আওয়ামী লীগ নেতা বিমানবন্দর থেকে ফেরত আসেন।

এ ব্যাপারে বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন হাজারী বিদেশ গমনের ব্যাপারে পাসপোর্ট ও ভিসা ইমিগ্রেশনে জমা দেয়ার আগেই তিনি তার নিষেধাজ্ঞার বিষয়টি অবগত হন।

বিষয়টি জানতে পেরে তিনি নিজেই বিমানবন্দর থেকে ফেরত যান। এ কারণে তার ফেরত যাওয়া সংক্রান্ত ইমিগ্রেশনে কোন নথিভূক্ত নেই।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ব্যাপারে বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইমিগ্রেশন) জানান, নিজাম উদ্দিন হাজারীকে ফেরত দেয়ার ব্যাপারে কোন তথ্য ইমিগ্রেশনের কাছে নেই।

Leave a Reply