বিভিন্নস্থানে নারী নির্যাতনের নিন্দা

01/08/2015 8:38 pmViews: 4

বিভিন্নস্থানে নারী নির্যাতনের নিন্দা

ছিটমহলবাসীদের জামায়াতের অভিনন্দন


বাংলাদেশ-ভারত ছিটমহল সমস্যার অবসান ঘটায় ছিটমহলবাসীদের আনন্দ-উল্লাসের সাথে একাত্মতা প্রকাশ ও তাদেরকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ আজ শনিবার এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে আনুষ্ঠানিকভাবে ছিটমহল সমস্যার অবসান ঘটেছে। এর সাথে দু-দেশের ছিটমহলবাসী নাগরিকদের ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের অবসান ঘটল। তারা আবার নতুন করে মুক্তির স্বাদ পেল। বাংলাদেশ যে সব ছিটমহল পেয়েছে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উড্ডীন হলো। ছিটমহলবাসীদের আনন্দের সাথে সারা বাংলাদেশের জনগণও আনন্দিত। ছিটমহলের জনগণ বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের সাথে সংযুক্ত হয়েছে।

জামায়াতের এ নেতা বলেন, আমি আশা করি ছিটমহলবাসীদের প্রাপ্য সব সাংবিধানিক নাগরিক ন্যায্য অধিকার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। ছিটমহলবাসী নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নারী নির্যাতনের নিন্দা
সিলেটের কানাইঘাটসহ ঢাকা মহানগরীর কয়েকটি স্থানে কর্মজীবী মহিলা, কলেজের ছাত্রী, গৃহবধূ এবং কিশোরী গণধর্ষণের শিকার হওয়ায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, দেশে আইনের শাসন না থাকা এবং বিচারহীনতার ফলে একের পর এক এ ধরনের পৈশাচিক ঘটনা ঘটছে। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেতন দেয়া হয়। অথচ সাধারণ নারীদের মান-ইজ্জত রক্ষার ব্যাপারে তাদের ভূমিকা হতাশাজনক।

ডা.শফিক বলেন, আওয়ামী লীগ সরকার প্রধান দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ফাঁকা বুলি আওড়াচ্ছেন। কিন্তু নারীদের মান-ইজ্জত রক্ষার ব্যাপারে তার কার্যকর কোনো ভূমিকা নেই।

Leave a Reply