বিবেচনার প্রস্তাব নিয়ে আজ ইসিতে যাচ্ছে বিএনপি

08/12/2015 1:14 pmViews: 5
বিবেচনার প্রস্তাব নিয়ে আজ ইসিতে যাচ্ছে বিএনপি


বিভিন্ন পৌরসভায় দল মনোনীত একাধিক মেয়র প্রার্থীর বাতিল হওয়া মনোনয়নপত্র বহাল রাখার বিষয়টি বিবেচনার প্রস্তাব নিয়ে আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। এছাড়া দলটি এ যাবৎ ঘটে যাওয়া বিভিন্ন অনিয়মের বিষয়ও কমিশনকে অবহিত করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার দুপুরে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহানসহ দলের বেশ কয়েকজন নেতা বৈঠক করে এ সংক্রান্ত একটি চিঠি তৈরি করেছেন। ওই চিঠিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নেতাকর্মীদের গ্রেফতার বা হয়রানি না করা এবং আটক নেতাকর্মীদের মুক্তির ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে আরও জানা গেছে, যেসব পৌরসভায় দলীয় মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, সেখানে দলের কোনো স্বতন্ত্র প্রার্থী থাকলে তাকে সমর্থন দেয়া এবং যেখানে বিদ্রোহী প্রার্থী রয়েছে সেখানে একক প্রার্থী নিশ্চিত করার বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

Leave a Reply