বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ আটক ৪
বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ আটক ৪
০৬ জুলাই ২০১৫,সোমবার
রাজধানীর পুরান ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন- আওয়াল, আলম, শরিফ ও সাইদুল। এ সময় তাদের হেফাজত থেকে ১২০০ কেজি বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।
গোয়েন্দারা দাবি করেছে, ওই বিস্ফোরকে সালফার, হেকসাক্লোরাইট ও মিথিয়ান জাতিয় উপাদান রয়েছে।
আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম দুই কেজি বিস্ফোরকসহ আউয়ালকে লালবাগ এলাকা থেকে আটক করে। পরবর্তীতে এই বিস্ফোরকের উৎস সন্ধানে নামে গোয়েন্দারা। তদন্তের ধারাবাহিকতায় আলম ও শরিফকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের সদরঘাট এলাকায় সাইদুল ইসলামের ৬ তলা বাড়ির ৪ তলায় অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ১২০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়।
তিনি জানান, বিস্ফোরক দ্রব্যগুলো ঝাঁঝালো গন্ধ প্রকৃতির। এর মধ্যে তিন ধরণের উপাদান রয়েছে। এই তিন ধরনের উপাদান সালফার, হেক্সাক্লোরাইট ও মিথিয়ামের সাথে কিছু উপাদান মিলিয়েই শক্তিশালী বোমা তৈরি করা যায়। এগুলো দিয়ে ককটেল পটকাসহ শক্তিশালী বোমা তৈরি করা যায় বলে দাবি করেন মনিরুল ইসলাম।
তিনি বলেন, সাইদুল দীর্ঘদিন ধরে ওই দ্রব্যগুলো খাটের নিচে লুকিয়ে রেখেছিল। বিশ্বস্ত লোক খুজছিল বিক্রি করার জন্য। তার বিস্ফোরক কেনা-বেচা বা আমদানি করার কোন লাইসেন্স নেই। সাইদুল দাবি করেছে, সে টুকটাক ব্যবসা করে।
মনিরুল ইসলাম বলেন, এই বিস্ফোরকগুলোর সঙ্গে কোন জঙ্গি সম্পৃক্ততা, রাজনৈতিক কিংবা কোন সংগঠনের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এদের কোন রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত তদন্তের জন্য আটককৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
f