বিপিএলের উদ্বোধন ১৯ নভেম্বর

বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর আগামী ১৯ নভেম্বর উদ্বোধন হবে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এ কথা জানানো হয়েছে।
আগামী ২১ নভেম্বরের ম্যাচ দিয়ে তৃতীয় আসরের খেলা মাঠে গড়াবে। এবার ৬টি দল অংশ নেবে।
জানা গেছে, এবার বিদেশী খেলোয়াড়রা সর্বোচ্চ ৭০ হাজার ডলার পাবেন। আর দেশী খেলোয়াড়রা পাবেন ৩৫ লাখ টাকা।
এদিকে নিরাপত্তা ইস্যুটি বিপিএলে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে বোর্ড।
উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি বিপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়। সেবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা গ্লাডিয়েটর্স। এরপর ২০১৩ সালের ১৭ জানুয়ারি বিপিএলের দ্বিতীয় আসর মাঠে গড়ায়। সেবারও তারা চ্যাম্পিয়ন হয়।