বিপাকে ব্যাংক ও ব্যবসা খাত

23/12/2013 8:25 pmViews: 7

untitledদেশে হরতাল ও অবরোধ এখন নিয়মিত একটি কার্যক্রম হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রযন্ত্র চালানোর হুইল হাতে নেয়ার জন্যে সরকারি ও বিরোধীদল যার যার অবস্থানে অনড়। তাদের এমন সিদ্ধান্তের কারণে দেশের অর্থনীতির চাকা যেন আর নড়ছে না। এ কারণে বন্ধ হয়ে পড়েছে ব্যাংকিং ও ব্যবসা কার্যক্রম।

নিয়মিত ব্যবসা কার্যক্রম না চালাতে পেরে ব্যবসায়ীরা তাদের কর্মকর্তা ও শ্রমিকদের বেতন দিতে ব্যাংক ঋণ নিতে বাধ্য হচ্ছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী কম সুদে ঋণ দিতে গিয়ে দেশের সব ব্যাংকই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে এমনভাবে চললে ব্যাংক খাত বিকল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন ব্যাংক কর্মকর্তারা।

এদিকে ঋণ নিয়ে নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে পারছে না ব্যবসায়ীরা। তারপরও ঋণ গ্রহীতাদের সংখ্যা ও চাহিদা বেড়েই চলেছে। ইতোমধ্যে বিভিন্ন ব্যাংক ব্যবসায়ীদের ঋণের ওপর কিছু নিয়ম শিথিল করে ঋণ দিচ্ছে। তারপরও ব্যবসায়ীদের চাপ সামলাতে পারছেন না তারা।

এ সমস্যা সমাধানে উপায় খুঁজে বের করতে সোমবার বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এম মাহফুজুর রহমান বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যাংক ও ব্যবসায়ীরা উভয়েই ক্ষতিগ্রস্থ হচ্ছে। এখন কে কাকে সহযোগিতা করবে আমরা তাই নিয়ে উদ্বিগ্ন।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী বলেছেন, এখন ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে যে ঋণ নিচ্ছে তা তারা উৎপাদনমূলক কোন কাজে ব্যবহার করতে পারছেন না। তাতে তারাও উপকৃত হচ্ছেন না, আমরাও কোন লাভবান হচ্ছি না। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে এমন ঋণের পরিমাণ আরো বেড়ে যাবে। তাতে ব্যাংক ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে।

তবে যদি বেলআউট নীতি অনুসরণ করা হয় তাহলে হয়তো ব্যবসায়ীরা অনেকটা উপকৃত হতে পারে বলে মনে করছেন ব্যাংক কর্মকর্তারা। তবে বাংলাদেশে প্রত্যেকটি ব্যাংক আলাদাভাবে পরিচালিত হওয়ায় তা সম্ভব হবে কি না সেটিই দেখার বিষয়।

Leave a Reply