বিপাকে কাটরিনা

25/07/2015 1:37 pmViews: 6

 ২৫ জুলাই ২০১৫, শনিবার

প্রেম, প্রেমিক আর অভিনয়-সব মিলিয়ে বেশ দারুণ  সময় কাটছিল বলিউড সুপারস্টার কাটরিনা কাইফের। তবে কিছুদিন যাবৎ জটিলতার মধ্যেই আছেন তিনি। কয়েকদিন আগেই হবু শ্বাশুড়ির জন্মদিনে নিমন্ত্রণ না পেয়ে অনেকটা হতাশায় পড়েন তিনি। এ নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে আলোচনাও কম হয়নি। তবে নিতু সিংয়ের জন্মদিনে যেতে না পারার আক্ষেপের রেশ কাটতে না কাটতে আবারও বিপাকে পড়ে যান কাটরিনা। সম্প্রতি তার অভিনীত নতুন ছবি ‘ফ্যান্টোম’-এর পোস্টার ঝুলানো হয় বিভিন্ন বিলবোর্ডে। আর সেটা চোখে পড়া মাত্রই আইনী জটিলতায় পড়েন তিনি। পোস্টারে ভারতের জাতীয় পতাকার তিনটি রং ব্যাবহার করা হয়েছে। বিষয়টি  সেন্সরবোর্ডের নজর এড়াতে পারেনি কিছুতেই। ছবির পোস্টারে জাতীয় পতাকা ব্যবহার করায় পোস্টারটি  নামাতে নির্দেশ দেয় সেন্সর বোর্ড। বিশেষত ছবির নায়ক সাইফ আলি খান ও নায়িকা কাটরিনার চোখ বাঁধা হয় পতাকার তিন রঙ বিশিষ্ট একটি কাপড় দিয়ে। পোস্টারটি সবার নজরে আসতেই শুরু হয় নানা সমালোচনা। বিষয়টি নিয়ে  বিপাকে পড়লেন কাটরিনা। মুক্তি প্রতীক্ষিত ছবিটি মুক্তি না পেলে চলতি বছরের জন্য আটকে যেতে পারেন তিনি। কারণ এ বছর কাটরিনার আর কোন ছবি মুক্তির সম্ভাবনা নেই। আর তাই, তার ক্যারিয়ারে একটা ভাটা পড়বে বলেও ধারণা করছেন বোদ্ধারা। পাশাপাশি রণবীর কাপুরের পরিবারের পক্ষ থেকে এখনও মেনে না নেয়া আর ছবি মুক্তি না পাওয়া-দুটি বিষয় তাকে ভালভাবেই ভোগাবে বলেও মনে করছেন তারা।

Leave a Reply