বিপর্যয় কাটিয়ে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৩

10/10/2013 5:30 pmViews: 13

1st-Test---Ctgপ্রতিবেদক : নিউজিল্যান্ডের বিরাট সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়ে তোলেন মমিনুল হক ও মার্শাল আইয়ুব।

বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে এই দুজনের দৃঢ়তায় ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৩ রান। এখনো ৩৬৬ রানে পিছিয়ে স্বাগতিকরা। মমিনুল ৭৭ ও মার্শল ২১ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল ও এনামুল হক। ইনিংসের প্রথম বলটি ওয়াইড, পরের বলও বেশ বাইরে করেছিলেন ট্রেন্ট বোল্ট। সেই বল তাড়া করতে গিয়ে গালিতে কেন উইলিয়ামসের হাতে ধরা পড়েন তামিম।

ডগ ব্রেসওয়েলের করা পরের ওভারে ‘নো’ বলের কল্যাণে একবার জীবন পেয়েও সেটি কাজে লাগাতে পারেননি এনামুল। ব্রেসওয়েলের পরের ওভারেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

এরপর উইকেটে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণে যান মমিনুল। তার অর্ধশতক এসেছে মাত্র ৩৬ বলে।

তৃতীয় উইকেট জুটিতে এ পর্যন্ত ১৩৫ বলে ৯৫ রানে করেছেন মমিনুল-আইয়ুব। ২১ রান করতে ৭৪ বল খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান মার্শাল আইয়ুব।

এর আগে কেন উইলিয়ামসনের শতকে ৫ উইকেটে ২৮০ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। অতিথিদের লক্ষ্য ছিল সাড়ে তিনশ থেকে চারশ রান। টেল এন্ডারদের সঙ্গে ওয়াটলিংয়ের প্রতিরোধে শেষ পর্যন্ত সেই লক্ষ্য ছাড়িয়ে গেছে নিউজিল্যান্ড।

দিনের সপ্তম বলেই রুবেল ‘নাইট ওয়াচম্যান’ ব্রুস মার্টিনকে এবং রাজ্জাক অভিষিক্ত কোরি অ্যান্ডারসনকে বিদায় করে দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন। মার্টিন খাটো লেন্থের বল হুক করতে গিয়ে মুশফিককে ক্যাচ দেন আর অ্যান্ডারসন স্লিপে নাসির হোসেনের হাতে ধরা পড়েন। ব্রেসওয়েলের সঙ্গে ওয়াটলিংয়ের ৫৭ রানের জুটি স্বাগতিকদের হতাশ করে নিউ জিল্যান্ডকে সাড়ে তিনশ রানের কাছাকাছি নিয়ে যায়। ব্রেসওয়েলকে (২৯) বোল্ড করে সোহাগ গাজী বিপজ্জনক জুটি ভাঙ্গার পর সাকিব আল হাসান অভিষিক্ত ইশ সোধিকে এলবিডব্লউর ফাঁদে ফেললে উজ্জীবিত হয়ে উঠে বাংলাদেশ। কিন্তু শতরানের জুটিতে বাংলাদেশকে হতাশায় ডোবান ওয়াটলিং ও বোল্ট।

বাংলাদেশের পক্ষে রাজ্জাক ৩ উইকেট নেন ১৪৭ রানে। সোহাগ ও সাকিব দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৪৬৯ (ফুলটন ৭৩, রাদারফোর্ড ৩৪, উইলিয়ামসন ১১৪, টেইলর ২৮, ম্যাককালাম ২১, মার্টিন ১, অ্যান্ডারসন ১, ওয়াটলিং ১০৩, ব্রেসওয়েল ২৯, সোধি ১, বোল্ট ৫২*; রাজ্জাক ৩/১৪৭, সোহাগ ২/৭৯, সাকিব ২/৮৯, মমিনুল ১/১০, নাসির ১/১৯, রুবেল ১/৭৭)

বাংলাদেশ: ১০৩/২ (তামিম ০, এনামুল ৩, মার্শাল ২১*, মমিনুল ৭৭*; বোল্ট ১/৫, ব্রেসওয়েল ১/২৫)

Leave a Reply