বিনা ভোটে ১৪০ মেয়র কাউন্সিলর নির্বাচিত
কমিশনের তথ্য অনুযায়ী, ২৩৪ পৌরসভায় ১২ হাজার ৪৩ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৯২৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮ হাজার ৫৮৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৫৩৩ জন লড়াইয়ে রয়েছেন। কুষ্টিয়ার ১৬ নম্বর ওয়ার্ড ও মানিকগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ১৪ জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া ১৩ জন প্রার্থী রয়েছেন দুটি ওয়ার্ডে, ১২ জন প্রার্থী রয়েছেন চারটি ওয়ার্ডে, ১১ জন প্রার্থী রয়েছেন ছয়টি ওয়ার্ডে এবং ১০ জন প্রার্থী রয়েছেন ১৩ ওয়ার্ডে। ইসি কর্মকর্তারা জানান, মেয়র পদে নাম ও প্রতীকসহ ব্যালট পেপার মুদ্রণ বুধবার থেকে শুরু হবে। নামের আদ্যাক্ষর অনুসারে ব্যালট পেপারে প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। সাধারণ ওয়ার্ডের উল্লেখযোগ্য সংখ্যক ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে। যেসব ওয়ার্ডে ১২ থেকে ১৪ জন প্রতিদ্বন্দ্বী তাদের ব্যালট পেপার এখন ছাপানো হবে।