বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন শিরিন শারমিন
রংপুর-৬ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জামা দেওয়ার শেষ দিনেও স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ছাড়া আর কোন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ার কারণে তিনিই বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। ওই আসন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছেড়ে দিয়েছেন।
নির্বাচন কমিশন উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ এ বিষয়ে বলেন, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো। স্পিকার ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারবেন, যদি তিনি প্রার্থীতা প্রত্যাহার না করেন।
এ বিষয়ে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার জ্যেষ্ঠ সহকারি সচিব ফরহাদ হোসেন বলেছেন, মঙ্গলবার বাছাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ মনোনয়নপত্র ভুল ত্রুটি থাকলে, তা বাতিলের সুযোগ রয়েছে। তাই আইন অনুযায়ী বাছাইয়ের আগে কাউকে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করা যায় না।
উল্লেখ্য, শিরিন শারমিন গত সংসদে সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন।
আগামী বুধবার সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। তাকে এবারও স্পিকার নির্বাচন করতে চাইলে আজকের মধ্যেই নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে শপথ নিতে হবে জানিয়েছে ইসির আইন শাখা।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন রংপুর-৬ আসন থেকে আওয়ামী লীগের সভানেত্রী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি গোপালগঞ্জ-৩ আসন থেকেও জয়লাভ করায় এ আসনি ছেড়ে দেন ৭ জানুয়ারি। নির্বাচন কমিশন ৮ জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরপর শূন্য আসনের উপনির্বাচনের জন্য গত ১৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে ইসি। এতে ভোটের দিন নির্ধারণ করা হয়েছিলো ২০ ফেব্রুয়ারি।
এ আসনে মোট ভোটার ২ লাখ ৬২ হাজার ৭৩৫ জন। ৫ জানুয়ারির নির্বাচনে এ আসনে শেখ হাসিনা ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নূর আলম জাদু পেয়েছিলেন ৪ হাজার ৯৫৯ ভোট। এতে মোট ১০৬টি কেন্দ্রের ৫৩৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়েছিলো।