বিনা খরচে ইন্টারনেট সেবা চালু
বিনা খরচে ইন্টারনেট সেবা চালু
ইন্টারনেট ডট ওআরজির আওতায় আজ থেকে চালু হচ্ছে বিনা খরচে ইন্টারনেট সেবা। ফেসবুকের এ প্রকল্পের আওতায় কোন খরচ ছাড়াই বেশ কিছু সাইটের সেবা পাওয়া যাবে। প্রাথমিকভাবে এ প্রকল্পের আওতায় ফেসবুক, কয়েকটি সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ ২৬টি ওয়েবসাইট বিনামূল্যে দেখা যাবে। রাজধানীর একটি হোটেলে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ইন্টারনেট ডট ওআরজি এ্যাপের সাহায্যে মোবাইলে ও সরাসরি কম্পিউটারে বিনা খরচে ওই সব ওয়েবসাইট দেখা যাবে। এ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ইন্টারনেট ডট ওআরজিতে লগ ইন করে ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। যেখানে জিরো ফেসবুক আর জিরো উইকিপিডিয়ার সঙ্গে কনটেন্ট সেবাদাতাকে যুক্ত করে ইন্টারনেট সেবা দেয়া হবে। বাংলাদেশে এ প্রকল্পে সহায়তা করছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। প্রাথমিকভাবে শুধু রবি গ্রাহকরাই এ সুবিধা পাবেন। তবে পরবর্তীতে অন্য অপরেটররাও এতে যুক্ত হবেন।