‘বিদ্রোহী প্রার্থীর মদদদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা দলের সংসদ সদস্য এবং নেতাদের তালিকা তৈরি হচ্ছে। যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন বা দলের হয়ে প্রার্থীদের উসকানি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ২২ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনে সুষ্ঠুভাবে নির্বাচন হলেও নির্বাচনের পরবর্তী সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সরকার সতর্ক দৃষ্টি রাখবে।
বিএনপি সম্পর্কে ওবায়দুল কাদের চৌধুরী বলেন, বিএনপির কাউন্সিল হয়েছে আজ পাঁচ দিন হয়। কিন্তু এখনও পর্যন্ত তারা পূর্ণাঙ্গ করতে পারেনি। এতেই বোঝা যায় বিএনপি একটি দুর্বল দল। বিএনপির মহাসচিব প্রার্থীরা প্রার্থিতা বাছাই করার ক্ষেত্রেও লন্ডনের দিকে তাকিয়ে আছে। লন্ডন থেকে তাদের নির্দেশনা আসবে তবেই তারা মহাসচিব নির্ধারণ করবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বিআরটিএ এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মেয়র আইভী সিটি করপোরেশনের পক্ষ থেকে সাইনবোর্ড মোড়ে একটি বঙ্গবন্ধুর ম্যুরাল বসানোর জন্য আবেদন করেছিল কিন্তু সেই জায়গায় সিটি করপোরেশনকে বসাতে না দিয়ে অন্য কেউ ম্যুরাল বসাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের প্রেক্ষিতে ওবায়দুল কাদের চৌধুরী বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে যারাই করবে তার জন্য সড়ক ও জনপদের নিয়ম মেনেই করতে হবে। আর এ বিষয়ে দেখে সিদ্ধান্ত নেব।