বিদ্যুতের দাম কমানোর ঘোষণা আম আদমি’র
বিনামূল্যে পানি বিতরণের ঘোষণার পর এবার বিদ্যুতের দাম কমাচ্ছে আম আদমি পার্টি (আপ)। দিল্লিতে ৪০০ ইউনিটের ওপরে বিদ্যুৎ ব্যবহারে শতকরা ৫০ শতাংশ বিল কমানোর ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
আপ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার জানান, এ সিদ্ধান্ত বুধবার অর্থাৎ ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এ সময় বুধবার জ্বালানী কোম্পানিগুলো পরিদর্শনের সিদ্ধান্তের কথাও জানান তিনি।
কেজরিওয়াল বলেন, “কেবিনেট জ্বালানী কোম্পানিগুলোর সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবে। দিল্লি সরকার বিষয়টি পর্যবেক্ষণ করেছে। আমরা আশা করছি, সিএজি তিনটি কোম্পানি পরিদর্শন করতে পারবে।”
মুখ্যমন্ত্রী জানান, বিদ্যুতের মূল্য কমানোর ফলে তিনমাসে সরকারের ৬০ কোটি রুপি খরচ হবে অপরদিকে লাভবান হবে দিল্লির ২৮ লাখ বাসিন্দা।
এর আগে সোমবার দিল্লিতে প্রতিদিন বিনামূল্যে ৭০০ লিটার করে পানি দেয়ার ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল। এর জন্য সরকারকে প্রতিদিন গুণতে হবে ১৬০ কোটি রুপি। সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।