বিদেশীদের খুনের রহস্য উদঘাটন দাবি জামায়াতের

03/10/2015 8:51 pmViews: 6

বিদেশীদের খুনের রহস্য উদঘাটন দাবি জামায়াতের

 

দেশ এবং জাতির স্বার্থে দুই বিদেশী নাগরিকের খুনের রহস্য উৎঘাটনের দাবি জানিয়েছে জামায়াত। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান এক বিবৃতিতে এই দাবি জানান। তিনি বলেন,এ দুটো হত্যাকা-ের সুষ্ঠু অর্থবহ ও ত্বরিত তদন্তের মাধ্যমে রহস্য ও ষড়যন্ত্র উদঘাটন এবং প্রকৃত খুনিদের পাকড়াও করে আইনের আওতায় আনা হোক। বিদেশী নাগরিকরা দেশের উন্নয়নের অংশীদার মন্তব্য করে তিনি বলেন,তাদের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যক্রমে সরকার এ দায়িত্ব পালনে একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এক সপ্তাহের মধ্যে দু’জন বিদেশী নাগরিকের খুনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। বিদেশী নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জাতি হিসেবে দেশের ভাবমর্যাদা মারাত্মক ঝুঁকিতে পড়বে। তিনি বলেন, বিদেশী নাগরিকদের নিরাপত্তা দিতে না পারা আমাদের জন্য লজ্জা এবং বেদনার । এসব ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দিন দিন প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলের কর্মীর মত ব্যবহার করছে। এ কারণে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। বিদেশী নাগরিকরা বাংলাদেশে আসতে ভয় পাচ্ছে। ইতোমধ্যেই অস্ট্রেলিয়া বাংলাদেশে ক্রিকেট টীম পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য তাদের দেশের নাগরিকদের বাংলাদেশে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে পরামর্শ দিয়েছে। তিনি স্পর্শকাতর জাতীয় ইস্যুতে সকল রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তুলে সন্ত্রাসী খুনিদের দমনে সকল মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply