বিতীয় ওয়ানডে : সিরিজ জিততেই আজ লড়বে বাংলাদেশ
মিথুন আশরাফ ॥ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে শেষ হয়ে গেছে। এবার দ্বিতীয় ওয়ানডেতে নামার পালা। আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। দিবারাত্রিতে ম্যাচটি হবে। দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। জিটিভি সরাসরি ম্যাচটি দেখাবে।
এ ম্যাচটি জিতলেই বাংলাদেশ সিরিজ জিতে যাবে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে। আর নিউজিল্যান্ড জিতলে সিরিজে আসবে সমতা। তখন তৃতীয় ওয়ানডের দিকে সিরিজ জয়ের জন্য দুই দলের দৃষ্টি থাকবে।
বাংলাদেশ ম্যাচটি জিতে গেলে ঠিক যেন ২০১০ সালের পুনরাবৃত্তিই হবে। সেই সময় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবারও তাই ঘটবে। তবে সেই সময় ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করে। পঞ্চম ওয়ানডেটি জিতে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশই করে দেয়।
এবারও দলের সামনে সেই সুযোগ থাকছে। যদি আজ বাংলাদেশ জয় পায়। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম ওয়ানডে সিরিজ শুরুর আগে বলেছিলেন, তারা ম্যাচ বাই ম্যাচ জিততে চান। প্রথমে প্রথম ওয়ানডে জেতার পর দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চান। এরপর তাদের নজরে আছে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করাই। অর্থাৎ আবারও নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। কিন্তু যদি নিউজিল্যান্ড আজ ম্যাচ জিতে যায়। সিরিজে ১-১ সমতা এনে ফেলে, তাহলে স্বাভাবিকভাবেই বিপাকে পড়ে যেতে পারে বাংলাদেশ। উল্টো সিরিজ হারের খপ্পরেও পড়ে যেতে পারে।
এমন ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। নিউজিল্যান্ড দলটি এমন যারা যে কোন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। প্রথম ওয়ানডেটি বৃষ্টির বাগড়ায় হেরেছে। বলের চেয়ে অনেক বেশি রান প্রয়োজন থাকায় হেরেছে। সঙ্গে রুবেল হোসেনের অসাধারণ বোলিংও নিউজিল্যান্ডকে ডুবিয়েছে। চিত্রনাট্য দ্বিতীয় ওয়ানডেতে একই রকম থাকবে এ নিশ্চয়তা নেই। তবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বুধবারের অনুশীলনে সবাইকে ফুরফুরেই লেগেছে। কিন্তু কেউই আত্মতুষ্টিতে ভুগছেন না। এটা ভাল দিক। দলের সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদই যেমন বলেছেন, তাদের আত্মতৃপ্তি আছে, তাই বলে আত্মতুষ্টি নেই। সেই আত্মতুষ্টি যেন আজকের জন্য রেখে দিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাদের আত্মবিশ্বাসেই তা বোঝা যাচ্ছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলীয় স্কোরবোর্ডে সর্বোচ্চ ২৬৫ রান আগের ম্যাচেই যুক্ত করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোন দল যারা কিনা পূর্ণাঙ্গ একটি সিরিজে এখনও সিরিজ শেষ না হওয়ার আগেই দুটি হ্যাটট্রিকের ইতিহাস গড়েছে। টেস্ট সিরিজে সোহাগ গাজী হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছেন। প্রথম ওয়ানডেতে রুবেল হ্যাটট্রিকসহ ৬ উইকেটই নিয়েছেন। নিউজিল্যান্ড দল যেন বাংলাদেশের হ্যাটট্রিকের খপ্পরে পড়েছে। এরসঙ্গে বড় জুটি আছেই। ব্যাটিংয়ে যেমন জুটিতে নিউজিল্যান্ড বেগতিক হয়ে যাচ্ছে, বোলিংয়ে বাংলাদেশ বোলাররা টানা তিন বলে তিন উইকেট নিয়েও নিউজিল্যান্ডকে বিপাকে ফেলে দিচ্ছে।
এমন পরিস্থিতিতে এখন নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে কী করে সেটিই দেখার বিষয়। বাংলাদেশের বিরুদ্ধে ২০১০ সাল থেকে টানা পাঁচ ম্যাচ হেরেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো দিবারাত্রির ম্যাচেও হেরেছে। আজ আরেকটি দিবারাত্রির ম্যাচ। দ্বিতীয় ওয়ানডে আজ। দেখা যাক কী হয়।