বিতর্কিত গোলে কোপা থেকে ব্রাজিলের বিদায়
বিতর্কিত গোলে কোপা থেকে ব্রাজিলের বিদায়
কোপা আমেরিকায় তৃতীয় সর্বোচ্চ ৮ বারের শিরোপাজয়ী দল ব্রাজিল। ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের শিরোপাও তাদের। কিন্তু কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে বিশেষ টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকে বিদায় নিলো তারা। বিশ্বের সবচেয়ে প্রাচীন মহাদেশীয় এ টুর্নামেন্টে ব্রাজিল এমন ঘটনার শিকার হয়েছিল সর্বশেষ ২৯ বছর আগে। ১৯৮৭ সালে আর্জেন্টিনার মাটিতে কোপা থেকে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় তারা। আর এবার যুক্তরাষ্ট্রের আসর থেকে বিদায় নিলো পেরুর বিতর্কিত গোলে। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল। পরের ম্যাচে হাইতিতে উড়িয়ে দেয় ৭-১ গোলে। কিন্তু শেষ আটের টিকিট কাটতে হলে শেষ ম্যাচে পেরুর সঙ্গে ড্র করলেই চলতো। অন্যদিকে আগের এক ম্যাচে জয় ও ড্র থাকায় কোয়ার্টার ফাইনালে উঠতে হলে পেরুকে এ ম্যাচ জিততেই হতো। এমন সমীকরণ সামনে রেখে ব্রাজিল শুরু থেকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত তারা তাদের লক্ষ্যের দিকেই ছিল। কিন্তু এ সময় পেরুর ফরোয়ার্ড মারিও রুদিয়াজের বিতর্কিক এক গোলে এগিয়ে যায় পেরু। গোলটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কারণ, রুদিয়াজ গোলটি করতে বলে পা স্পর্শ করেননি। স্পষ্ট হাত দিয়ে গোলটি করেন তিনি। টিভি রিপ্লেতে সেটা স্পষ্ট দেখা যায়। রেফারি গোল দেয়ার সঙ্গে সঙ্গে ব্রাজিলের খেলোয়াড়রা প্রতিবাদ করেন। রেফারি আন্দ্রেস সুনহা সিদ্ধান্ত নেয়ার জন্য সময় নেন। লাইন্সম্যানের সঙ্গে কথা বলেন। এছাড়া মাঠের অন্য রেফারিদের সঙ্গে কথা বলতে প্রায় ৫ মিনিট কাটিয়ে দেন। তারপর গোলের সিদ্ধান্ত বহাল রাখেন। এ সময় স্টেডিয়ামজুড়ে ব্রাজিলের দর্শকদের মধ্যে উত্তেজনা কাজ করে। চিৎকার করে তারা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানতে থাকেন। মাঠে ব্রাজিলিয়ান খেলোয়াড়রাও রেফারির সঙ্গে বাকবিতা-ায় জড়িয়ে পড়েন। মিডফিল্ডার ইলিয়াস প্রায় রেফারির গরয়ে হাত দিয়ে বসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি। খেলার শেষ বাশি বাজার ১৫ মিনিট আগে এমন বিতর্কিত গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্রাজিল। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে ব্রাজিলকে প্রায় সমতায় ফিরিয়ে ফেলেছিলেন ইলিয়াস। কিন্তু ব্রাজিলের সমর্থকদের শেষ হাসিটা এনে দিতে পারেননি তিনি। ম্যাচ শেষে বিতর্কিক এ গোল নিয়ে ব্রাজিলের মিডফিল্ডার মিরান্দা বলেন, ‘আমি স্পষ্ট রুদিয়াজের হাত বল স্পর্শ করতে দেখেছি। আমরা এটা নিয়ে অভিযোগ করতে পারবো না? রেফারি আমাদের বলেন, তিনি নাকি এটা নিয়ে চারজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। কিন্তু কেউ-ই এটাকে হ্যান্ডবল বলেননি।’ ম্যাচের ফলের ওপর ভিত্তি করে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে গতবারের সেমিফাইনাস্টি পেরু। ‘বি’ গ্রুপ থেকে তাদের সঙ্গী ইকুয়েডর। অন্যদিকে ব্রাজিলের সঙ্গে বিদায় নিয়েছে হাইতি। একই দিনে শেষ ম্যাচে হাইতিকে ৪-০ গোলে হারায় ইকুয়েডর।