বিডিআর মামলায় পিন্টুর আপিল গ্রহণ
পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর আপিল আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের দেওয়া পাঁচ লাখ টাকার অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়েছে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আপিল গ্রহণ করে এ আদেশ দেন।
আদালতে পিন্টুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন সফিউল বাশার ভান্ডারী।
আপিলের পাশাপাশি কারাগারে বিশেষ সুবিধা চেয়েও (ডিভিশন) পিন্টুর পক্ষে আবেদন করা হয়েছে। বুধবার ওই আবেদনের ওপর শুনানি হবে।
পিন্টুর পক্ষের আইনজীবী লিয়ন জানান, গত জানুয়ারি মাসে পিন্টুর পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম হাইকোর্টে আপিল দায়ের করেন। গত ৮ জুন মামলাটি হাইকোর্টের বেঞ্চে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত বছরের ৫ নভেম্বর বহুল আলোচিত পিলখানা হত্যা মামলায় বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জারিমানার আদেশ দেয় বখশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত। অনাদায়ে আরো পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদেশ দেয়া হয়।