বিজেপির নিরঙ্কুশ জয়, মোদীই প্রধানমন্ত্রী
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
সরকার গঠনের জন্য তাদের প্রয়োজন ছিল ২৭২টি আসন। কিন্তু এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজেপি জোট পেয়েছে ৩৩৬টি আসন। যা বুথ ফেরত জরিপের হিসাবকেও ছাড়িয়ে গেছে। তাই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদীই হচ্ছেন এ কথা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, মোট আসন ৫৪৩টি।
এদিকে, কংগ্রেস পরাজয়ের পূর্বাভাস পেয়ে ফলাফলের পূর্বেই সব মেনে নিয়ে পরবর্তী বিজেপি জোটকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। কংগ্রেস পেয়েছে ৫৯টি আসন। এছাড়া অন্যান্য দল পেয়েছে ১৪৮টি।
পাওয়াতো গেল ফলাফল। বিজেপি তো জিতেই গেল। অনেক পরিকল্পনাতো আগেই ঠিকঠাক। এখন দেখার বিষয় পরিকল্পনা কতটুকু বাস্তবে রূপলাভ করে। আর আগের পরিকল্পনার সঙ্গে নতুন কি যোগ হচ্ছে?। মন্ত্রীপরিষদে আর কে কে আসছেন? ফলাফল অনুযায়ী যে আসন পেয়েছে তাতে দলটি এককভাবেই সরকার গঠন করতে পারবে। এক্ষেত্রে জোটকে কতটা গুরুত্ব দেবে তারা? ওয়াদা অনুযায়ী সবকিছু কি দেওয়া হবে শরিকদের? না কোনঠাসা হয়ে পরবে শরীক দলগুলো? নাকি জোটের প্রয়োজনই মনে করবে না বিজেপি? কংগ্রেসের সহযোগিতা ও অভিজ্ঞতা কি তারা শেয়ার করবে? নাকি একলা চলো নীতিতে এগিয়ে যাবে? আর এই প্রবল জনপ্রিয়তা ক্ষমতার শেষ প্রান্তে গিয়েও কি ধরে রাখতে পারবে বিজেপি? নাকি কংগ্রেসের মতো জনপ্রিয়তা হারাবে?
এতদিনতো বিশ্ববাসী তাকিয়ে ছিল ফলাফলের দিকে। সেটার অবসানের পর এখন নতুন কৌতুহল যুক্ত হলো। সেটা হচ্ছে ফলাফল পরবর্তী কি ঘটতে যাচ্ছে ভারতে। যে সরকার আসবে তারা কি জনগণের সরকার হবে? নাকি দলীয় সরকার হবে?
এতগুলো প্রশ্নের অনেকটারই উত্তর জানা যাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে বিজেপির সরকার গঠনের পর। আর বাকীগুলো পাওয়া যাবে তাদের নির্ধারিত মেয়াদের মধ্যে।সূত্র: এনডিটিভি