বিজিবি’র নতুন র‌্যাংক ব্যাজ প্রবর্তন

23/03/2014 10:40 pmViews: 22

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুনর্গঠনের আওতায় বাহিনীর পদসমুহের জন্য সঙ্গতিপূর্ণ নিজস্ব র‌্যাংক ব্যাজ প্রবর্তন করা হয়েছে। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদকে ব্যাজ পরিয়ে বিজিবি’র জন্য নতুন প্রবর্তিত ব্যাজ আনুষ্ঠানিকভাবে কার্যকর করেন।

সেনাবাহিনী হতে প্রেষণে আগত কর্মকর্তাদের মূল র‌্যাংক অপরিবর্তিত রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য বাহিনী এবং বিএসএফ এর র‌্যাংক ব্যাজের সংগে সামঞ্জস্য রেখে নতুন এই র্যাংক ব্যাজ প্রবর্তন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজিবি’র সকল স্তরের একজন করে কর্মকর্তা ও পদবীধারী প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরিয়ে দেয়া হয়। পুনর্গঠন প্রক্রিয়ায় বিজিবির সাংগঠনিক কাঠামোতে ইতোপূর্বে চারটি রিজিয়ন সদর দফতর গঠন, চারটি নতুন সেক্টরসহ অন্যান্য ইউনিট সৃজন করা হয়। একই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য বাহিনী এবং বিএসএফ এর সাথে সামঞ্জস্য রেখে বিজিবি’র পদ এপোয়েন্টমেন্ট সমূহে পরিবর্তন আনা হলেও বিজিবি’র নিজস্ব র‌্যাংক ব্যাজ না  থাকায় সীমান্তে বিএসএফ এর সংগে প্রতিনিয়ত বিভিন্ন পর্যায়ে যোগাযোগসহ ফ্লাগ মিটিং করার বিষয়ে সমস্যা রয়েই যায়।

বিজিবি সদস্যগণকে প্রতিনিয়ত প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন পর্যায়ে (রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপি) পতাকা বৈঠক ও দ্বিপাক্ষিক সম্মেলনের মাধ্যমে সীমান্ত বিরোধ নিষ্পত্তি করতে হয়। এ সকল পতাকা বৈঠক ও সম্মেলনে বিজিবি ও বিএসএফ প্রতিনিধি একই পর্যায়ের পদধারী হলেও সম র‌্যাংক ব্যাজ  না হওয়ায় বিজিবি প্রতিনিধিকে প্রায়শই বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয়।

এ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য বাহিনীর সদস্যদের সংগে বিভিন্ন পর্যায়ের মিটিং এ র্যাংক ব্যাজের সমতা না থাকায় বিজিবি কর্মকর্তাকে আপেক্ষিকভাবে অধস্তন হিসেবে বিবেচনা বা গণ্য করার প্রবণতা লক্ষ্য করা যায়। দীর্ঘ দিনের প্রত্যাশিত বিজিবি’র জন্য নিজস্ব র‌্যাংক ব্যাজের দাবি পূর্ণ হলো।

Leave a Reply