বিজিবি’র কাছে হারলো বিএসএফ

06/02/2014 7:40 amViews: 5

 

বিজিবি'র কাছে হারলো বিএসএফ

 

ভলিবল টুর্ণামেন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে হারলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বিকেলে পঞ্চগড়ের ভারতীয় সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডেন্ট পর্যায়ের এ প্রীতি ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

 

বিজিবি জানায়, খেলায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন ভারতের ৬৬ বিএসএফ ব্যাটালিয়নকে ২-০ সেটে হারিয়ে বিজয় অর্জন করে। এতে ১৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল হক, অপস অফিসার এটিএম মেজর নাজমুল হুদা এবং ভারতের ৬৬ বিএসএফ ব্যাটলিয়নের কমান্ডেণ্ট এসকে গণেশসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

তবে ভারতের অভ্যন্তরে অনুষ্ঠিত এই খেলা কাভার করতে পঞ্চগড়সহ দেশের কোন সাংবাদিককে সেখানে যেতে বিএসএফ অনুমতি দেয়নি।

 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, “সীমান্তে সৌহার্য্যপূর্ণ সহাবস্থান বজায় রাখতে প্রতি বছর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এমন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এবার ভারতের ভেতরে ভলিবল খেলাটি হওয়ার জন্য সাংবাদিকদের সেখানে যেতে দেয়া হয়নি।”

Leave a Reply