বিজিপির হামলায় বিজিবি সদস্য গুলিবিদ্ধ, নিখোঁজ ১

17/06/2015 2:15 pmViews: 11
বিজিপির হামলায় বিজিবি সদস্য গুলিবিদ্ধ, নিখোঁজ ১

 ১৭ জুন, ২০১৫

ফাইল ফটো

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীতে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ ও অপর একজন নিখোঁজ রয়েছেন।

আহত বিজিবি সদস্যকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর নাফ নদীতে বিজিবির বিশেষ টহল জোরদার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টারদিকে টেকনাফস্থ ৪২বিজিবি ব্যাটেলিয়নের দমদমিয়া বিওপি ফাঁড়ীর জওয়ানেরা ২টি ট্রলারে নাফনদীতে টহলে যায়। এ সময় নাফ নদীর লালদিয়া নামক দ্বীপের কাছাকাছি একটি জেলে নৌকা তল্লাশি চালানোর সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের (বর্ডার গার্ড পুলিশ) বিজিপি সদস্যরা বিজিবি টহলদলের ওপর গুলিবর্ষণ করে। এ সময় টহল নৌকায় থাকা বিপ্লব (২১) নামে বিজিবি জওয়ান গুলিবিদ্ধ হয়।

এদিকে এ ঘটনায় রাজ্জাক নামে অপর এক জওয়ান নিখোঁজ রয়েছে। তাকে বিজিপি অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিপ্লবের মাথায় ও বাহুতে গুলি লেগেছে।

টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুজার আলজাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ২টি ট্রলারে বিজিবির ৬ সদস্য নাফ নদীতে টহলরত অবস্থায় হামলার এ ঘটনা ঘটে। ঘটনার ব্যাপারে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি।

এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্র আসাদুজ্জমান খান কামাল দুপুরে সাংবাদিকদের বলেন, মায়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর সাথে বিজিবির ভুল বোঝাবুঝির কারণে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, অপহৃত বিজিবি সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply