বিচ্ছেদে রণবীরের ক্ষতি ২১ কোটি রুপি!

27/01/2016 6:17 pmViews: 6
বিচ্ছেদে রণবীরের ক্ষতি ২১ কোটি রুপি!
এই মুহূর্তে বলিউডের সব থেকে আলোচিত খবর বলতে গেলে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে। তাদের বিচ্ছেদের খবর নিয়ে বি-টাউনে চলছে ব্যাপক আলোচনা।

অনেকেই বলছেন তাদের মাঝে কোনো বিচ্ছেদ হয়নি। স্রেফ আলোচনায় থাকতেই এই গুজব ছড়াচ্ছেন রণবীর-ক্যাট। তাছাড়া, রণবীর এবং ক্যাটরিনা দুজনেরই নতুন সিনেমা মুক্তি পাবে। নিজেদের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করাতেই এই গুজব।

দিন যতো গড়াচ্ছে ক্যাটরিনা এবং রণবীরের বিচ্ছেদ নিয়ে ভক্তদের মাঝে ধোঁয়াশা ততোই বাড়ছে। কেননা এখনও স্পষ্ট করে বিচ্ছেদের বিষয়ে মুখ খোলেননি ক্যাট-রণবীর।

এদিকে সম্প্রতি আরেকটি খবর প্রকাশিত হয়েছে ভারতের সংবাদমাধ্যমে। বলা হচ্ছে-ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুরের বিচ্ছেদের কারণে ২১ কোটি রুপি ক্ষতি হয়েছে রণবীর কাপুরের। তাই বিচ্ছেদ শব্দটা যেন রণবীরের কাছে বোমার মতোই মনে হচ্ছে।

খবরে বলা হয়েছে, রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ প্রায় একবছর লিভ টুগেদার করেছেন। সেসময় স্যান্ড সিলভার নামের একটি বাসা ভাড়া নেন। সেখানে অনেকদিন একসঙ্গে ছিলেন এ জুটি। তবে ব্রেকআপের কারণে তারা এখন আলাদা থাকছেন।

রণবীরের সঙ্গে ভ্রমণের সময় বিকিনি পড়া অবস্থায় ক্যামেরাবন্দী হন ক্যাটপেন্টহাউজ স্যান্ড সিলভারে ১৫ লাখ রুপি ভাড়া দিতেন রণবীর এবং ক্যাট। অন্যদিকে বাসায় সিকিউরিটি বাবদ যে ২১ কোটি রুপি দেয়া হয়েছিল তার সবটাই বহন করেন রণবীর। এছাড়া, বিভিন্ন সময়ে রণবীরের টাকায় বিদেশে ভ্রমণতো আছেই। সব মিলিয়ে প্রায় ২১ কোটি রুপি ক্ষতি হয়েছে রণবীরের।

এদিকে ব্রেকআপের পর নাকি রণবীর এবং ক্যাট আলাদাভাবে বসবাস শুরু করেছেন বলে বলিউড লাইফের খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পার্ক হিলের নতুন একটি বাসায় উঠেছেন রণবীর।

প্রসঙ্গত, ক্যাটরিনা এবং রণবীরের সঙ্গে বিয়ের খবরে একসময় সরব ছিল মিডিয়া। তাদের মাঝে নাকি আংটিও বদল হয়েছে। তবে সেই সম্পর্ক নাকি শেষের দিকে। এমনই খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। আর ক্যাটরিনা এবং রণবীরের মাঝে ভাঙনের কারণ হিসেবে অনেকেই আলিয়া ভাট এবং সালমান খানকে দায়ী করেছেন।

সালমান খানের সঙ্গে নাকি পরামর্শ করেই বিচ্ছেদে পা দিয়েছেন ক্যাটরিনা কাইফ। আর আলিয়ার সঙ্গে রণবীরের বেশি ঘনিষ্টতা মেনে নিতে পারছিলেন না ক্যাটরিনা কাইফ। তাই তো বিচ্ছেদের এই সিদ্ধান্ত। বিচ্ছেদের বিষয়ে স্পষ্ট করে ক্যাটরিনা কিছু না বললেও তিনি বলেছেন, নিরবতা সম্মতির লক্ষণ।

Leave a Reply