বিচার সঠিক হয়েছে : অ্যাটর্নি জেনারেল

01/10/2013 8:47 amViews: 10

uuuuপ্রতিবেদক : সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। আমরা মনে করি রায় সঠিক হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতনসহ ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধে এই রায় দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এ রায়ে আমরা আনন্দিত। অপরাধী যে-ই হোক না কেন, তাকে সাজা পেতে হবে। ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরী সাফাই সাক্ষী দেওয়ার সময় যেসব বক্তব্য দিয়েছেন তা গ্রহণ করা হয়নি। তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।

ট্রাইব্যুনালে রায় প্রকাশের আগেই ইন্টারনেটে রায় পাওয়া গেছে সাংবাদিকরা এমন অভিযোগ করলে তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটা গুজব। আগের রায় যেভাবে দেওয়া হয়েছে, এই রায়ও সেভাবে দেওয়া হয়েছে।

Leave a Reply