বিচারহীনতার কারণে দেশে শিশু নির্যাতন হচ্ছে

06/08/2015 4:24 pmViews: 5

 

মায়ের গর্ভে শিশুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সরকারের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আজ গুলিবিদ্ধ নবজাতক শিশুটিকে হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, সরকারের এ ঘটনার জন্য ক্ষমা চাওয়া উচিত। এমন নির্মম ঘটনা ঘটতে পারে তা ধারণাতে ছিল না। দুর্বৃত্তদের শাস্তি হয় না বলেই এ ধরণের ঘটনা ঘটেছে। এ ধরণের ঘটনার যাতে পুণরাবৃত্তি না হয়, সে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও জি.এম কাদের।

জাতীয় পার্টি নেতাদের সাথে নিয়ে এরশাদ প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউ-তে যান। সেখানে চিকিৎসাধীন শিশুটিকে দেখার পর যান গাইনি ওয়ার্ডে। সেখানে শিশুটির মায়ের খোঁজখবর নেন এরশাদ। পরে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন এরশাদ।

puf

Leave a Reply