বিচারহীনতার কারণে দেশে শিশু নির্যাতন হচ্ছে
মায়ের গর্ভে শিশুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সরকারের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আজ গুলিবিদ্ধ নবজাতক শিশুটিকে হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, সরকারের এ ঘটনার জন্য ক্ষমা চাওয়া উচিত। এমন নির্মম ঘটনা ঘটতে পারে তা ধারণাতে ছিল না। দুর্বৃত্তদের শাস্তি হয় না বলেই এ ধরণের ঘটনা ঘটেছে। এ ধরণের ঘটনার যাতে পুণরাবৃত্তি না হয়, সে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও জি.এম কাদের।
জাতীয় পার্টি নেতাদের সাথে নিয়ে এরশাদ প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউ-তে যান। সেখানে চিকিৎসাধীন শিশুটিকে দেখার পর যান গাইনি ওয়ার্ডে। সেখানে শিশুটির মায়ের খোঁজখবর নেন এরশাদ। পরে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন এরশাদ।
puf