বিচারপতি শামসুদ্দীন ‘এক্সট্রিমলি রং হেডেড’: বিএনপি
প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দেয়ার ঘটনায় বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, এটি দেশের বিচার ব্যবস্থায় বিরল ও বাজে নজির।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিচারপতিসহ অন্যান্য বিষয়ে বিএনপির মনোভাব তুলে ধরেন আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, চিঠিতে বিচারপতি শামসুদ্দীন প্রধান বিচারপতির বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তার চেয়ে অনেক গুরুতর অভিযোগ তার নিজের বিরুদ্ধে রয়েছে। তার দুর্বিনীত মনোভাব ও ঔদ্ধত্য এমন পর্যায়ে গিয়েছিল যে, তিনি ধরাকে সরা জ্ঞান করতেন।
বিচারপতি শামসুদ্দীনের এই চিঠি দেয়া বিচারপ্রার্থীদের প্রধান বিচারপতি সম্পর্কে একটি নেতিবাচক ধারণা দিতে পারে বলে আশংকা প্রকাশ করেন বিএনপি মুখপাত্র।
তিনি বলেন, প্রধান বিচারপতি কোন ধর্মের লোক তা বিবেচ্য নয়। তাকে অপদস্থ করা, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা দেশের বিচার বিভাগের ইতিহাসে একটি বিরল ঘটনা।
আসাদুজ্জামান রিপন জানান, বিএনপি ক্ষমতায় থাকাকালে বিচারপতি শামসুদ্দীনের বিষয়ে খোঁজ-খবর নিয়েছিল। বিএনপি তখনই বুঝতে পেরেছিল যে তিনি ‘এক্সট্রিমলি রং হেডেড’। তাই সে সময় তাকে চাকরিতে স্থায়ী করা হয়নি।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চেয়ারপারসন দেশে না থাকলেও দলের কোনো অসুবিধা নেই। দল পুনর্গঠনে যারা দায়িত্বপ্রাপ্ত, তারা পুনর্গঠনে কাজ করবেন।