বিচারপতি মানিকের পেনশন যথারীতি প্রক্রিয়াকরণ হবে

07/09/2015 12:04 pmViews: 7
বিচারপতি মানিকের পেনশন যথারীতি প্রক্রিয়াকরণ হবে

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের পেনশন প্রক্রিয়া আটকে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ২ সেপ্টেম্বর বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে দেয়া হয়েছে।

চিঠির একটি অংশে বলা হয়েছে, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী আগামী ১ অক্টোবর অবসর গ্রহণ করবেন। তিনি যেহেতু ব্রিটিশ পাসপোর্টধারী এ জন্য প্রধান বিচারপতির মনে সংশয় সৃষ্টি হয়েছে, অবসর গ্রহণের পর অপেক্ষমান রায়গুলো না লিখেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী যদি বিদেশে চলে যান, তাহলে অপেক্ষমান মামলাগুলোর রায় লেখার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের পেনশন সংক্রান্ত আবেদন যথারীতি প্রক্রিয়াকরণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এর আগে গত ২৫ আগস্ট সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে বিচারপতি মানিককে এক চিঠি দিয়ে জানানো হয়, ‘নিষ্পত্তিকৃত মামলার (হাইকোর্ট ও আপিল বিভাগ) অপেক্ষমান রায় স্বাক্ষর না হওয়া পর্যন্ত পেনশন সংক্রান্ত কোনো পদক্ষের গ্রহণ করা যাবে না।’ এরপর এ চিঠির বিষয়ে আপত্তি জানিয়ে সুপ্রিমকোর্ট প্রশাসনকে চিঠি দেন বিচারপতি মানিক।

চিঠিতে বিচারপতি মানিক বলেন, এর আগে যেসব বিচারপতি অবসরে গিয়েছেন, তাদের সবার কাছেও অনেক অপেক্ষমান রায় ছিল। তারা অবসরের পরও ওইসব রায় লিখেছেন। অপেক্ষমান রায় থাকার কারণে এর আগে কোনো বিচারপতিরই পেনশন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়নি। সুপ্রিমকোর্ট প্রশাসনের চিঠিতে বিস্ময় প্রকাশ করে তিনি তা প্রত্যাহারের দাবি জানান।

Leave a Reply