বিচারকরা আইনের ঊর্ধ্বে নন: প্রধান বিচারপতি
নিউজ7 বিডি ডটকম, ঢাকা : প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বিচারকরা সাংবিধানিকভাবে স্বাধীন। তবে আইনের ঊর্ধ্বে নন।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবীদের বার সনদ প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, অনেকেই যে কোনো মামলায় রায়ের পরে না বুঝে ভুল মন্তব্য করেন।
পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত এটা করা উচিত না।
নবীন আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আইনজীবীরা অফিসার্স অব দ্য কোর্ট। তাদের সংবিধান সম্পর্কে ভাল ধারণা রাখতে হবে।
আইন পেশা হলো একটি মহান পেশা। আদালতের ভেতরে ও বাইরে সব সময় ভাল আচরণ করতে হবে। আইনজীবীদের অনুকরনীয় ও সৎ হতে হবে।
বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, এ বিভাগে সম্পদের অপ্রতুলতা রয়েছে। ধীরে ধীরে এ সংঙ্কট কেটে যাবে।
এ সময় আবেগপ্রবণ হয়ে আদালতে সাবমিশন না করতে ও রাজনৈতিক ইস্যু না টেনে আইনী পয়েন্টে যুক্তি উপস্থাপন করতে নবীন আইনজীবীদের পরামর্শ দেন তিনি।
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।