বিক্ষোভের মধ্যেই নেপালে নতুন সংবিধান গৃহীত
নতুন এ সংবিধানের পক্ষে মোট ৫০৭টি এবং বিপক্ষে ২৫টি ভোট পড়ে। ২০০৮ সালে নেপালে রাজতন্ত্র অবসান হওয়ার পর থেকে একটি অন্তর্বর্তী সংবিধান দিয়ে দেশ চালানো হচ্ছিল।
আগামীকাল শুক্রবার সংবিধানের পাঁচটি অনুলিপিতে স্বাক্ষর করবেন পার্লামেন্ট সদস্যরা। পরে আগামী রোববার প্রেসিডেন্ট রাম বরন যাদব সংবিধানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
নতুন সংবিধানে নেপালকে সাতটি প্রদেশে ভাগ করা হয়েছে। এর প্রতিবাদে নতুন সংবিধানের বিরোধীতা করে আসছিল সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলো। বৈষম্যের শিকার হওয়ার আশঙ্কা নিয়ে আন্দোলনে নামে তারা। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ ৪০ জন নিহত হন।