বিক্ষুব্ধ শ্রমিকেরা পোড়ালো আনসারের ৪ বন্দুক

23/09/2013 6:49 pmViews: 9

5201f869c977b-gajipurগাজীপুর সংবাদদাতা : গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় কলোসাস অ্যাপারেলস লিমিটেড কারখানায় থাকা আনসার ক্যাম্পে সোমবার সকালে হামলা চালিয়েছেন পোশাক শ্রমিকেরা। আনসারের ৫ জন সদস্যকে মারধর করে তাদের কাছ থেকে আটটি বন্দুক ছিনিয়ে নেয় শ্রমিকেরা।

বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা চারটি বন্দুকে আগুন ধরিয়ে দেন। আর চারটি বন্দুক কারখানার সামনের নালায় (ড্রেন) ফেলে দেন। পরে জয়দেবপুর থানার পুলিশ আহত আনসারদের উদ্ধার করে। একই সঙ্গে আগুনে পোড়া ও নালায় ফেলে দেওয়া বন্দুকগুলো উদ্ধার করে পুলিশ। ক্যাম্প থেকে বন্দুকের ১৩৫টি গুলি খোয়া গেছে। সোমবার দুপুর পর্যন্ত খোয়া যাওয়া গুলি উদ্ধার সম্ভব হয়নি।

শ্রমিকদের হামলায় আহত আনসারের পাঁচজন সদস্য হলেন আবু রায়হান, রুকনুজ্জামান, শেখর কুমার, আবু রায়হান ও মহা আলী। আহতদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গাজীপুর সদর উপজেলার আনসার কমান্ডার নূর মোহাম্মদ সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কলোসাস অ্যাপারেলস লিমিটেড কারখানায় থাকা আনসার ক্যাম্পে হামলা করে। এতে ৫ আনসার আহত হয়। এ সময় শ্রমিকেরা আনসারের কাছে থাকা ৮টি বন্দুক ছিনিয়ে নেয়। পরে তাঁরা চারটি বন্দুকে আগুন দেন। বাকি চারটি বন্দুক কারখানার সামনের ড্রেনে ফেলে দেন। জয়দেবপুর থানার পুলিশ আনসার সদস্যদের উদ্ধার করে। আগুনে পোড়া চারটি ও নালায় ফেলে দেওয়া চারটি বন্দুকও উদ্ধার করেছে পুলিশ।

Leave a Reply