বিকেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে করবেন। তার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন, মঙ্গলবার বিকাল ৪টায় গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতারা জানিয়েছেন, সারাদেশে গুম ও ক্রসফায়ারে হত্যাকাণ্ড’ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন খালেদা জিয়া।
এর আগে গত ১৫ জানুয়ারি ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করেছিলেন খালেদা জিয়া। বিএনপির বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর সেটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।
সেদিন তিনি নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং একই সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তবে এরই মধ্যে গত ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে।