বিকালে বঙ্গভবনে যাচ্ছেন বিএনপির সাংসদরা
শুক্রবার বিকাল ৪টায় বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির ৯ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে।সকালে জয়নুল আবদিন ফারুক বলেন, “গত এক সাপ্তাহের বেশি সময় ধরে বিরোধী দলীয় নেতাকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার সঙ্গে আমরা কেউই সাক্ষাৎ করতে পারছি না।
“সংসদের বিরোধী দলীয় নেতা কি গৃহবন্দি না আটক- তাও সরকার কিছুই বলছে না। এই বিষয়টি জানাতেই বিকালে আমরা রাষ্ট্রের অভিভাবক রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে যাচ্ছি।”
এবিষয়ে রাষ্ট্রপতির কাছে দলের লিখিত বক্তব্য দেয়া হবে বলে জানান এই বিএনপি নেতা।
প্রতিনিধিদলে আরো থাকবেন দলীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, হারুনুর রশিদ, নিলোফার চৌধুরী মনি, রেহানা আক্তার রানু, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া ও রাশেদা বেগম হীরা।
বৃহস্পতিবার সকালে ফারুকের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেন এবং একটি স্মারকলিপি দেন।
বিরোধী দলীয় নেতাকে তার বাড়িতে ‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে দাবি করে স্পিকারের হস্তক্ষেপ চান তারা।
ঢাকামুখী অভিযাত্রা ও নয়া পল্টনে সমাবেশ করতে না পেরে ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচন ঠেকাতে বুধবার বছরের প্রথম দিন থেকেই সারা দেশে লাগাতার অবরোধ শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত রোববার নয়া পল্টনে যেতে চাইলেও পুলিশের বাধায় তিনি গুলশানের বাসা থেকে বের হতে পারেননি।
খালেদাকে ‘কার্যত গৃহবন্দি’ করে রাখা হয়েছে বলে বিএনপি অভিযোগ করলেও সরকারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।