বিকল্প প্রস্তাব না এলে নয়াপল্টনেই সমাবেশ করবো: মির্জা আব্বাস

07/12/2022 9:07 pmViews: 3

mzamin

গ্রহণযোগ্য বিকল্প ভেন্যুর প্রস্তাব না এলে নয়াপল্টনেই সমাবেশ করার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ১০ই ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিকল্প হিসেবে ধুপখোলা মাঠের পরামর্শ দেয়া হয়েছে। অথচ ধুপখোলা মাঠ আর মাঠ নেই। তারা এমন কিছু স্থানের কথা বলছে যেখানে মাঠের চিহ্ন নেই। প্রশাসনের নতুন কর্মকর্তাদের হয়তো ঢাকার মাঠ সম্বন্ধে ধারণা নেই। এক সময় পল্টন ময়দান ছিল, তা আজ হারিয়ে গেছে। সরকারই এসব মাঠ ধ্বংস করে দিচ্ছে। বুধবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, নয়াপল্টনেই হবে বিভাগীয় সমাবেশ। যদি গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দেওয়া হয়, আমরা ভেবে দেখবো।

১০ই ডিসেম্বর নিয়ে সরকার অহেতুক আতঙ্কিত দাবি করে তিনি বলেন, আমরাদের কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। বাসায় ঘুমাতে পারছে না।

আওয়ামী লীগও ঘুমাতে পারছে না। কারণ তারাও ক্ষমতা হারানোর ভয়ে আছে। আমাদের প্রতিদিন নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত।  আওয়ামী বিএনপি বেলায় দুই আইন কেন? নয়াপল্টনেই সমাবেশ করব। আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ সভা। ভিন্ন কিছু হলে সরকার দায়ী থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ তাদের দায়িত্ব পালন করবে, আমরা আমাদের কাজ করব। তবে আশা করব প্রশাসন দলীয় আচরণ করবে না। সব ভয় উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা পল্টনে আসছেন।

Leave a Reply