বিকল্পধারা পৌর নির্বাচনে অংশ নিবে
বৃহস্পতিবার দলের নীতিনির্ধারনী পর্যায়ের নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বৈঠকে দলের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, সারা দেশ থেকে বিকল্পধারার নেতৃবৃন্দ, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী এবং উদার গণতান্ত্রিক জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যেকোনো যোগ্য ব্যক্তি বিকল্পধারার সদস্যপদ গ্রহণ করে কুলা প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন।
এদিকে পৌর নির্বাচনী অংশগ্রহণকারী আগ্রহী প্রার্থীদের যোগাযোগের জন্য একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকল্পধারা। এতে প্রার্থীদের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে নেতাদের সাথে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।